একুশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে অশনি সংকেতের হাতছানি বঙ্গ বিজেপির সংগঠনে। একের পর এক বিধায়ক, নেতারা যোগ দিয়েছেন তৃণমূলে। সদ্যসমাপ্ত উপনির্বাচনেও সবকটি আসনে হেরেছে তারা। তাছাড়া অন্তর্দ্বন্দ্ব তো রয়েছেই।
এমতাবস্থায় ক্রমশ অস্বস্তি মাথাচাড়া দিচ্ছে পদ্মশিবিরে। এবার সেই দুশ্চিন্তা বাড়াল আলিপুরদুয়ারে বিজেপি নেতার তৃণমূলে যোগ। আলিপুরদুয়ারে জেলা বিজেপি সম্পাদক যোগ দিলেন ঘাসফুল শিবিরে। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিজেপি নেতৃত্ব নাম লেখাল শাসকদলে। “বিজেপির মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম”, তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য অর্জুন দেবনাথের।