পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আবারও কেন্দ্রকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, ‘গ্যাস-পেট্রোল-ডিজেল থেকে মোদী সরকার ৪ লাখ কোটি টাকা তুলেছে’। সোমবার বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানেই একথা বলেন তিনি।
মঞ্চ থেকে মমতা বলেন, ‘আমাদের রাজ্যে এখন একটাই সমস্যা। পেট্রল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। এই গ্যাস, পেট্রল, ডিজেল থেকে কেন্দ্রীয় সরকার চার লাখ কোটি টাকা তুলেছে। আজ ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকেরা চাষ করবে কোথা থেকে? ডিজেল তো লাগে।’ এদিন মোদী সরকারকে বিঁধে মমতা বলেন, ‘নিজেদের রাজ্যে হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের টিকাই দেয় না। টাকা দেবে! আমাদের টাকা নেই। তবু রাজ্য সরকার প্রতি লিটার ডিজেলে এক টাকা করে ছাড় দিচ্ছে।’
বাংলার বিভিন্ন প্রকল্পের কথা তুলে মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘সামাজিক সংস্কারে সবার আগে বাংলা। আমাদের যত প্রকল্প আছে, সারা পৃথিবীর আর কোথাও দেখাতে পারবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, রবীন্দ্র-নজরুল চিন্তা করেছিলেন, ‘আমাদের সরকার সেই চিন্তাকে বাস্তবায়িত করে দেখিয়েছে। এম এসএমই-তে বাংলা এক নম্বরে। কিন্তু, এখন মানুষের টাকাপয়সা রুদ্ধ করে দেওয়া হচ্ছে। ব্যাঙ্কিং সেন্টারের লেনদেন কম হচ্ছে। কোল থেকে সেল, রেল থেকে ভেল বন্ধ করে দেওয়া হচ্ছে। বহু মানুষ কাজ হারাচ্ছেন।