একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বিজেপি ত্যাগ করে তৃণমূলে ঘর ওয়াপসি করেছেন একের পর এক দলবদলু নেতা। যেই নেতারা নির্বাচনের আগে নিজেদের দর বাড়িয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, তাঁদেরই দেখা গিয়েছে ‘মমতা স্তুতি’ করতে। মুকুল রায় থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত— একে একে সকলেই ফিরে এসেছেন। এই আবহে এবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁর দাবি, এবার তৃণমূলে ফিরতে চলেছেন খোদ শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, দলবদলের পর নিজের নতুন দলকে জেতাতে না পারলেও নন্দীগ্রামে জিতে শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু সৌমেন মহাপাত্র বলেন, ‘কিছুদিনের মধ্যে বিরোধী দলনেতার লালবাতি নিভতে চলেছে। তিনিও তৃণমূলে ভিড়তে পারেন। এখন তা শুধু সময়ের অপেক্ষা।’ তাঁর হুঁশিয়ারি, ‘নন্দীগ্রাম বিধানসভার ফল নিয়ে আদালতে মামলা চলছে। সেই মামলার রায় প্রকাশ হলেই তিনি আর বিরোধী দলনেতা থাকবেন না।’ পাশাপাশি বিজেপির বিধায়ক সংখ্যা কমে ৩০ হয়ে যাবে বলেও কটাক্ষ করেন সৌমেন মহাপাত্র।