এবার মোবাইলে এসএমএসের মাধ্যমে রাজ্য সরকারি কর্মীদের প্রতি মাসে জেনারেল প্রভিডেন্ড ফান্ড (জিপিএফ) সংক্রান্ত তথ্য জানানোর বন্দোবস্ত করা হয়েছে। রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) অফিস থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কর্মীদের মোবাইল নম্বর এখনও নথিভুক্ত হয়নি, তাঁদের অবিলম্বে সেটা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য নির্দিষ্ট প্রোফর্মায় আবেদন করে এজি অফিসে পাঠাতে হবে। ই-মেল করে এটি জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, নথিভুক্ত মোবাইল নম্বরে প্রতি মাসে জিপিএফ তহবিলে জমা টাকার হিসেব পাঠানো হবে। জিপিএফের টাকা চূড়ান্তভাবে মিটিয়ে দেওয়া সংক্রান্ত তথ্য এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। এর পাশপাশি রাজ্য সরকারি কর্মীদের জন্য ই-জিপিএফ পরিষেবা শুরু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে সরকারি কর্মীরা নিজেদের জিপিএফ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। সরকারি কর্মীদের কাছে বছরে একবার জিপিএফ সংক্রান্ত তথ্য সম্বলিত স্লিপ অফিসের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।