মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন উপনির্বাচনের পরেই রাজ্যে পুরভোট হতে পারে৷ সেই মতোই কলকাতা ও হাওড়া কর্পোরেশনের ভোটের দিন স্থির করে বিজ্ঞপ্তি জারি করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর। ১৯ ডিসেম্বর ভোট ও ২২ ডিসেম্বর ভোট গণনা ও ফলাফল ঘোষণার জন্য নির্ধারিত হয়েছে। এ নিয়ে মৌখিক সম্মতি জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফেও। দীপাবলির পর লিখিতভাবে রাজ্য সরকারকে সম্মতিপত্র পাঠাবে কমিশন। জানা গিয়েছে, কলকাতা ও হাওড়া পুরসভার ভোট ইভিএম-এই হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে যে ইভিএম রয়েছে তা দিয়েই ভোট হবে।
প্রসঙ্গত, শেষ লোকসভা ভোটের পর ইভিএম নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য-রাজনীতির একাংশ মনে করছিলেন রাজ্য নির্বাচন কমিশন ব্যালট পেপার ফিরিয়ে আনতে পারে। কিন্তু সূত্রের খবর ইভিএম-এই আস্থা রাখছে কমিশন। এম ২ টাইপের ইভিএম ব্যবহার করা হবে। সূত্রের খবর, ১৯ নভেম্বরের আগে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয়, সেটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। পাশাপাশি হিংসা নিয়ে মাথাব্যথা রয়েছে কমিশন-রাজ্য দু’পক্ষেরই। কমিশন চায় না পুরভোটে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠুক।