একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তাই সেখানেও বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছে বাংলার শাসক দল৷ এবার যেমন ভাইফোঁটার পর ফের গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ থেকে ১২ নভেম্বর ওই রাজ্যে তাঁর একাধিক কর্মসূচী রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন তিনি। সাধারণ মানুষ এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। সেইসঙ্গে করবেন বেশকিছু সাংগঠনিক বৈঠক।
প্রসঙ্গত, সদ্য গোয়া ঘুরে এসেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টানা তিনদিন ওই রাজ্যের ছিলেন। মমতার সফরে গোয়াতে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং প্রাক্তন অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী নাফিসা আলি। আগেই জোড়া ফুলে নাম লিখিয়েছেন গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলেইরো। উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়া বিধানসভা ভোট। ত্রিপুরার পাশাপাশি তৃণমূল সরকার গঠনের লক্ষ্যে গোয়াতেও ঝাপিয়েছে। এই দফায় অভিষেকের সফরে গোয়াতে ফের কোনও বড় ধরণের দলবদলের চমক থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।