দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাচার করে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা! এবার সিবিআই চার্জসিটে নাম উঠল ভারতীয় নৌসেনার এক কর্মরত এবং দু’জন প্রাক্তন অফিসারের। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। নৌবাহিনীর ডুবোজাহাজ আধুনিকীকরণ প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেন তাঁরা। ওই তিনজন-সহ মোট ৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার চার্জসিটও জমা দিয়েছে সিবিআই।
ভারত, রাশিয়া থেকে কিলো ক্লাসের ডুবোজাহাজ কেনে। সেই ডুবোজাহাজের যাবতীয় তথ্য ও প্রযুক্তি এবং আধুনিকীকরণের বিষয়ে বাইরে তথ্য পাচার করে নৌসেনার বর্তমান ও প্রাক্তন মিলিয়ে তিন অফিসার। বাকি দু’জন হায়দরাবাদে এক বেসরকারি সংস্থার ডিরেক্টর। তাঁদের সকলকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার সেই পাঁচজনের বিরুদ্ধে চার্জসিট জমা দিয়েছে সিবিআই।
ঘটনার সূত্রপাত সেপ্টেম্বর মাসে। গত ৩ সেপ্টেম্বর নৌসেনার অবসরপ্রাপ্ত আধিকারিক রণদীপ সিংহ এবং এস জে সিংহকে গ্রেফতার করার পর পুরো ঘটনাটি সিবিআই-এর সামনে এসেছে। সিবিআই-এর সেই গোপন অভিযানে উদ্ধার হয়েছিল নগদ ২ কোটি টাকা। তারপরেই অজিতকুমার পাণ্ডে নামে নৌসেনার এক কমান্ডার স্তরের কর্মরত অফিসারকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি সামনে আসে।
এই ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গড়ে সিবিআই। যার নেতৃত্বে রয়েছেন রিয়ার অ্যাডমিরাল পর্যায়ের এক আধিকারিক। এস জে সিং যিনি প্রাক্তন নৌসেনার আধিকারিক, অবসরের পর দক্ষিণ কোরিয়ার নৌ সুরক্ষা বিষয়ে এক কোম্পানিতে যোগদান করেন। আর সেখান থেকেই সমস্ত তথ্য ফাঁস হয়েছে বলে জানা গিয়েছে।