বেশ কয়েক মাস ধরেই আপত্তি জানাচ্ছিলেন স্থানীয় হিন্দুরা। অবশেষে বুধবার বিজেপি শাসিত হরিয়ানার গুরগাঁওয়ের ৮টি এলাকায় প্রকাশ্যে নমাজ পড়া নিষিদ্ধ করল প্রশাসন। জেলা প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্থানীয় জনগণ এবং আরডব্লিউএ-এর আপত্তিকে মান্যতা দিয়েই অনুমতি বাতিল করা হল। যদিও গুরগাঁওয়ের আরও ২৯ টি এলাকায় প্রকাশ্যে নমাজ পড়তে পারবেন মুসলিমরা।
যে ৩৭টির মধ্যে যে ৮ টি এলাকায় নমাজ পড়া বন্ধ করা হয়েছে সেগুলি হল, সেক্টর ৪৯-এর বাঙালি বস্তি, ডিএলএফ ফেজ-৩-এর ভি ব্লক, সুরাট নগর ফেজ-১, খেরকি মাজরা গ্রামের উপকণ্ঠ, দ্বারকা এক্সপ্রেসওয়ের কাছে দৌলতাবাদ গ্রামের সীমান্ত, সেক্টর ৬৮-এর রামগড় গ্রামের উপকণ্ঠ, ডিএলএফ স্কোয়ার টাওয়ারের কাছে এবং রামপুর গ্রাম থেকে নাখরোলা রোড পর্যন্ত এলাকা।
জেলা প্রশাসনের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রকাশ্যে নমাজ পড়ার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। তবে ব্যক্তিগত বা নির্ধারিত স্থানে নামাজ পড়া যাবে। তবে সঙ্গে এও বলা হয়েছে, যেসব জায়গায় নমাজ পড়ার অনুমতি রয়েছে, স্থানীয়রা আপত্তি জানালে সেখানেও নমাজ পড়া বন্ধ করে দেওয়া হবে।
নমাজ পড়ার স্থান ঠিক করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রকাশ্যে যাতে নমাজ পড়া না হয়, তাও লক্ষ্য রাখবেন তাঁরা। পাশাপাশি সব ধর্মের মানুষকে আইনশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।