প্রকাশিত হল গোসাবা কেন্দ্রের ফল। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। ভোটের ব্যবধানে কার্যত চমক দিয়েছেন তিনি। প্রায় দেড় লক্ষের ব্যববধানে পদ্ম প্রার্থীকে হারিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
১৫ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫১ হাজার ৪৫২। আর দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পলাশ রানার মোট প্রাপ্ত ভোট ১৮ হাজার ১৩৪। আর বাম প্রার্থী পেয়েছেন ৩ হাজারের কিছু বেশি ভোট।
প্রথম থেকেই এই কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার কথা বলে আসছিল তৃণমূল। তবে ভোটের ব্যবধান যে এত বেশি হবে, তা হয়ত প্রত্যাশা করেনি ঘাসফুল শিবিরও। চার কেন্দ্রেই ভালো ফল করছে তৃণমূল। তবে এই উপ নির্বাচনে কার্যত নায়ক হয়ে উঠেছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল।
মূলত সুন্দরবন এলাকার একাংশ এই কেন্দ্রের অন্তর্গত। সাম্প্রতিককালে ঝড়-বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এলাকার মানুয। তাই বিধায়ককে ঘিরে তাঁদের অনেক প্রত্যাশা। সুব্রত মণ্ডল এই অঞ্চলেরই বাসিন্দা। তাই তাঁকে ভরসা করেছেন বাসিন্দারা।
জয় ঘোষণা হওয়ার পর সুব্রত মণ্ডল জানান, বিধায়ক হয়ে সবার আগে নদী বাঁধকেই গুরুত্ব দেবেন তিনি। পাশাপাশি, সুন্দরবনের পর্যটনকেও গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক কাজের জয়। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তারই প্রমাণ।’