‘প্রকৃত অর্থে শব্দবাজিবিহীন দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি বিজেপি-র কর্মী সমর্থকদের।’ উপনির্বাচনে চার কেন্দ্রে তৃণমূলের বিপুল ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পরই এই টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলববার রাজ্যের চার বিধানসভা কেন্দ্র খড়দহ, গোসাবা, দিনহাটা, শান্তিপুরের ভোটের গণনা ছিল। তবে দুপুর গড়ানোর আগেই চার কেন্দ্রে তৃণমূল যে বিপুল ব্যবধানে জিততে চলেছে তা নিশ্চিত হয়ে যায়। এরপরই দুপুর পৌনে দু’টো নাগাদ টুইটারে বিজেপিকে কটাক্ষ করে টুইট করেন অভিষেক।
২০১৯ লোকসভা ভোটে উত্তরবঙ্গে গেরুয়া ঝড় উঠেছিল। এমনকী মাস ছয় আগেও কোচবিহারে দাপট দেখিয়েছিল পদ্মশিবিরই। একুশের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে খুব কম ভোটের ব্যবধানে হেরেছিলেন তৃণমূলের উদয়ন গুহ। আর এবার উপনির্বাচনে তৃণমূলের সবচেয়ে ভাল ফল সেই দিনহাটাতেই। রেকর্ড এক লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন উদয়ন গুহ। এমনকী নিশীথের বুথেও হার বিজেপির। পাশাপাশি বিজেপি প্রার্থী অশোক মণ্ডল নিজের বুথে পরাজিত হয়েছেন ৩০৫ ভোটে। ফলাফল আন্দাজ করেই সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে শুরু হয়ে যায় সেলিব্রেশন।
তৃণমূল কার্যালয়ে মিষ্টিমুখ করেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। জয় নিশ্চিত হতেই স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে একহাত নেন প্রাক্তন বিধায়ক। বলেন, ‘তিনি ভেবেছিলেন কোচবিহারের রাজনীতির শেষ কথা তিনিই। কিন্তু এবার মাটিতে নেমে গিয়েছে। শুধু নেমেই যায়নি, ওঁর পায়ের তলায় আর মাটি নেই। এই পরাজয় অশোক মণ্ডলের নয়, নিশীথ প্রামাণিকের’। উদয়ন গুহ বিপুল ভোটে জিততে চলেছেন, এমন ইঙ্গিত মিলতেই শুরু হয় আনন্দ উৎসব। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক করোনা আবহে প্রত্যেক সদস্য-সমর্থককে সংযত থাকতে বলেন।