তৃণমূলের কাজল সিংহের মৃত্যুতে খড়দহ কেন্দ্রেও উপনির্বাচন হয়েছে। আজ তারই ফল প্রকাশ চলছে। যত বেলা গড়াচ্ছে, খড়দহে ততই হাসিটা চওড়া হচ্ছে তৃণমূলের। বিরোধীদের উড়িয়ে ঝড়ের গতিতে জয়ের দিকে এগাচ্ছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।তথ্য বলছে, খড়দহে তৃতীয় স্থানেও চলে যেতে পারে বিজেপি। দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে উঠে আসতে পারে সিপিআইএম।
খড়দহে সর্বশেষ আপডেট অনুযায়ী সপ্তম রাউন্ডের শেষে তৃণমূলের ঝুলিতে রয়েছে ৪৩ হাজার ১৩৫ ভোটে। সিপিআইএম-এর ঝুলিতে রয়েছে ৯ হাজার ৯৩৪ ভোট, বিজেপি পেয়েছে ৮৮২৯ ভোট। অর্থাৎ তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩ হাজার ২০১ ভোটে। উল্লেখ্য, খড়দহে বিজেপি প্রার্থী করেছে রাজু পালকে। অন্যদিকে, সিপিএম প্রার্থী হিসেবে একুশের নীলবাড়ির লড়াইয়ের পর এবারও লড়ছেন দেবজ্যোতি দাস।