আজ, মঙ্গলবার রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ। এখনও ভোট গণনা চললেও ৪ কেন্দ্রেই প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন তৃণমূলের চার প্রার্থী। এই মুহূর্তে রেকর্ড জয়ের পথে তাঁরা। একুশের বিধানসভা নির্বাচনকেও পিছনে ফেলে দিয়েছে ঘাসফুল শিবিরের এই সাফল্য। আর তাই চূড়ান্ত ফল ঘোষণার আগেই সেলিব্রেশনে মাতেন কর্মী-সমর্থকরা। তবে অতিমারির কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও সংযত থাকার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে গেরুয়া ঝড় উঠেছিল। এমনকী মাস ছয় আগেও কোচবিহারে দাপট দেখিয়েছিল পদ্মশিবিরই। একুশের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে খুব কম ভোটের ব্যবধানে হেরেছিলেন তৃণমূলের উদয়ন গুহ। আর এবার উপনির্বাচনে তৃণমূলের সবচেয়ে ভাল ফল সেই দিনহাটাতেই। রেকর্ড ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন উদয়ন গুহ। এমনকী নিশীথের বুথেও হার বিজেপির। ফলাফল আন্দাজ করেই সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোল বাজিয়ে শুরু হয়ে যায় সেলিব্রেশন। কিন্তু করোনা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে এবার তাঁদের সংযত থাকার বার্তা দিলেন অভিষেক।