বিধানসভা নির্বাচনে কান ঘেঁষে জয় পেয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। কিন্তু রাজ্যে ২০০-র বেশি আসনে জিতে তৃণমূল মসনদ নিশ্চিত করে ফেলতেই পরিস্থিতি আঁচ করতে পেরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদই রয়ে যান তিনি। ফলে দিনহাটায় উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। আর উপনির্বাচনের বাঁশি বাজতে না বাজতেই এক লক্ষের বেশি ব্যবধানে জিতবেন বলে জানিয়ে দিয়েছিলেন নিশীথের কাছে মাত্র ৫৭ ভোটে হারা উদয়ন গুহ। ভোট গণনা শুরু হতেই দেখা গেল ফলতে শুরু করেছে দিনহাটার তৃণমূল প্রার্থীর মুখের কথা।
সপ্তম রাউন্ড গণনার শেষে দিনহাটায় ৫৪ হাজার ৩৩ ভোটে এগিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ বলা চলে জয় একপ্রকার নিশ্চিত তাঁর। ইতিমধ্যেই গণনাকেন্দ্রের সামনে উৎসবের আমেজ। এদিন উদয়ন গুহ বলেন, ‘আমাদের যা টার্গেট আছে আমরা সে দিকে এগোচ্ছি, একথা স্থির হয়ে গিয়েছে প্রথম দু’রাউন্ডেই। আমাদের কর্মীরা চাইছে রেকর্ড গড়তে। তারা পরিশ্রমটা করেছিল রেকর্ড গড়তেই। প্রথম দু’রাউন্ড নিশ্চিত করছে বিরাট ব্যবধানে জয় আসছে।’ এদিন গণনা কেন্দ্রে যাননি উদয়ন। সকাল থেকেই বসেছিলেন পার্টি অফিসে। তিনি জানান, ‘প্রতিটি রাউন্ডের হিসেব এলে তা সমীক্ষা করাটা আমার অভ্যেস। এর জন্যে পার্টি অফিসেই থাকি।’