চার কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা আজ। স্বাভাবিক ভাবেই তৃণমূলের লক্ষ্য চারে চার করে শক্তিপ্রদর্শন আর বিজেপির লক্ষ্য অস্তিত্ব রক্ষা। কোন কেন্দ্রে শেষ হাসি কে হাসবে তা বোঝা যাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই।
খড়দহের গণনা হচ্ছে নিউ ব্যারাকপুরের আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে। এই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল, বিজেপি সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করছে। এই বিধানসভা উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ১৪৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৯৭ জন। মোট ১৬ রাউন্ডে গণনা হবে। গোসাবায় উপনির্বাচনের গণনা হবে ১৬ রাউন্ডে। ক্যানিং বঙ্কিম সর্দার কলেজ ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে শান্তিপুরের গণনা হচ্ছে রানাঘাট কলেজে। ২১ টি টেবিলের ৭ রাউন্ডে গণনা হবে শান্তিপুরে। দিনহাটায় মোট বুথের সংখ্যা ছিল ৪১৭ টি। এখানে ১৯ রাউন্ড গণনা চলবে।
এই উপনির্বাচনে খড়দহে তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। হেভিওয়েট শোভনদেবের বিরুদ্ধে লড়ছেন সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস এবং বিজেপি প্রার্থী জয় সাহা। দিনহাটায় লড়াইটা তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবং বিজেপি প্রার্থী অশক মণ্ডলের। ফরওয়ার্ড ব্লকের তরফে আব্দুর রউফকে এখানে দাঁড় করানো হয়েছিল। শান্তিপুরে বিজেপির প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এবং তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। সিপিএম-এর তরফে এখানে সৌমেন মাহাতোকে প্রার্থী করে। গোসাবায় তৃণমূলের হয়ে লড়েছেন সুব্রত মন্ডল, বিজেপির হয়ে লড়াই করছেন পলাশ রানা। এখানে প্রার্থী দিয়েছে আরএসপি। তাদের প্রার্থী অনিল মন্ডল।
এবার বিধানসভায় ভোটদানের নিরিখে সবথেকে এগিয়ে ছিল শান্তিপুর। শান্তিপুরে ভোট পড়েছিল ৭৩.১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগণায় ভোট পড়ে ৭৫.৯০ শতাংশ। খড়দহে ভোট পড়ে অপেক্ষাকৃত কম, ৬৩.৯ শতাংশ।