বাংলার ৪ কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আজ। তার মধ্যে শান্তিপুরে গণনা এখনও শুরুই হয়নি। তবে দ্বিতীয় রাউন্ডের শেষেই দিনহাটায় বিপুল ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূলের উদয়ন গুহ। বিজেপি প্রার্থীর থেকে উদয়ন প্রায় সাড়ে ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, গোসাবাতেও এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনা শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ১০ হাজার ২৮৫। বিজেপির ঝুলিতে ৯৪৫। আরএসপি ১৬০। গণনা চলছে খড়দহেও। কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী সকাল আটটা থেকে গণনা শুরু হলেও তা থমকে রয়েছে শান্তিপুরে। সকাল নটা পর্যন্ত এই কেন্দ্রের ভোট গণনা শুরুই হয়নি।