বাংলার সুপারস্টার জিৎ অভিনীত মেগা ছবি ‘রাবণ’ নিয়ে ইতিমধ্যেই বাজার সরগরম। সম্পূর্ণ অন্য লুকে এই ছবিতে ধরা দেবেন জিৎ। এই ছবিতেই একটি ছোট ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে হাওড়ার ডিসিপি দ্যুতিমান ভট্টাচার্যকে। গতকাল রবিবার বিদ্যাসাগর সেতুতে হইহই করে ‘রাবণ’ সিনেমার শ্যুটিং হয়েছে।
এই শ্যুটে ছিলেন ডিসিপিও। উর্দি পরেই তাঁর পাশে দেখা যায় ছবির দুই তারকা বিশ্বনাথ ও তনুশ্রীকে। লাইট-ক্যামেরা-অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে পিস্তল উঁচিয়ে পোজ দেন বাস্তবের পুলিশ কর্তা। ক্যামেরার সামনে বেশ সপ্রতিভ দেখা যায় তাঁকে। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ছবি পোস্টও করেছেন তিনি।
জিতের লুকও একেবারে অন্যরকম। নায়কোচিত নয় মোটেই, অনেকটাই খলনায়কের মতো। লম্বা চুল, এক মুখ দাড়ি-গোঁফ। বাঁ দিকের ভ্রূ-তে গভীর কাটা দাগ। এক চোখের মণিও টকটকে লাল। ঠোঁটে ক্রুর হাসি। ছবির পোস্টার কালো পোশাকে জিৎ যেন সাক্ষাৎ রাবণ। ছবির প্রযোজনায় জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি। নিবেদনে জিৎ ফিল্ম ওয়ার্কস।
খুব শিগগির বড় পর্দায় জিৎ ‘রাবণ’ অবতারে। দশেরা অর্থাৎ রাবণ বধের দিনে সাড়ম্বরে নিজেই ঘোষণা করেছেন তাঁর আগামী ছবির কথা। ২০১০ সালে মণিরত্নমের হাত ধরে দর্শকদের সামনে রাবণকে প্রথম এনেছিলেন অভিষেক বচ্চন। ছবিতে সীতা হয়েছিলেন ঐশ্বর্য রাই। টলিউডে রাবণের গল্প কী হতে চলেছে তা অবশ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে বলিউড বনাম টলিউড জোর টক্কর হতে চলেছে সেটা বলাই বাহুল্য।