এবার মোদী সরকারকে ৩ কৃষি আইন বাতিল করতে ২৬ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তার মধ্যে কেন্দ্র কিছু না করলে আন্দোলন, প্রতিবাদের মাত্রা বাড়বে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা টিকায়েত টুইটে জানান, কেন্দ্রীয় সরকারের হাতে ২৬ নভেম্বর পর্যন্ত সময় আছে। তারপর ২৭ তারিখ থেকে গ্রাম থেকে ট্রাক্টরে চেপে দিল্লীর আশপাশে সীমান্তের প্রতিবাদস্থলে পৌঁছবেন, রীতিমতো দূর্গ গড়ে প্রতিবাদ আরও জোরদার করবেন।
প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর থেকে কেন্দ্রের পাশ করা তিনটি আইন তাদের স্বার্থের ক্ষতি করবে বলে দাবি করে দিল্লির তিন সীমান্ত, টিকরি, সিঙ্ঘু ও গাজিপুরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কৃষকরা। বছর ঘুরতে চলল, কিন্তু সমস্যার সমাধানসূত্র বেরয়নি। তার মধ্যেই কেন্দ্রকে ফের হুঁশিয়ারি টিকায়েতের। সম্প্রতি পুলিশ সীমান্তের যেখানে যেখানে প্রতিবাদী কৃষকরা তাঁবু খাটিয়েছিলেন, সেগুলি সরিয়ে দেয়। কৃষকরা ফের সেগুলি শক্তপোক্ত করে ফের বানাবেন বলে জানিয়েছেন টিকায়েত। গতকালও তিনি সরকারকে হুঁশিয়ারি দেন, জোর করে কৃষকদের সীমান্ত থেকে সরানোর চেষ্টা হলে তাঁরা দেশজুড়ে সরকারি অফিসগুলিকে ‘গাল্লা মান্ডি’ বানিয়ে তুলবেন!