বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে এক নাগাড়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। উৎসবের মরশুমে আরও মহার্ঘ হয়েছে পেট্রোল-ডিজেল। এবার রুটিন মেনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। শনিবার ৩৫ পয়সা করে বাড়ল জ্বালানির দাম। এই নিয়ে একটানা ৪ দিন তেলের দামবৃদ্ধির ফলে কলকাতা-সহ দেশের সব শহরেই এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ। যার ফলে মাথায় হাত প্রায় আমজনতার। তবে কেন্দ্র এখনও এ ব্যাপারে উদাসীন বলেই অভিযোগ। তাদের কোনও হেলদোলই নেই।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ৪৬ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ৮৪ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইয়ের পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪ টারা ৮১ পয়সা এবং ১০৫ টাকা ৮৬ পয়সা। রাজধানী দিল্লীতেও জ্বালানি অগ্নিমূল্য। পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৮ টাকা ৯৯ পয়সা এবং ডিজেলের ৯৭ টাকা ৭২ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম ১০৫ টাকা ৭৪ পয়সা এবং ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০১ টাকা ৯২ পয়সা।