মুম্বইয়ে প্রমোদতরীতে মাদক উদ্ধার এবং শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারির পর থেকেই বিজেপি এবং তদন্তকারী আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। অবশেষে ২৬ দিন পরে বৃহস্পতিবার আরিয়ানের জামিন মঞ্জুর হতেই ফের বিস্ফোরক অভিযোগ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। বর্ষীয়ান এনসিপি নেতার স্পষ্ট অভিযোগ, মুম্বইয়ের এই মাদক মামলার সঙ্গে যোগ রয়েছে বিজেপির! তাঁর কথায়, ‘মুম্বই ক্রুজ ড্রাগস মামলা আর কিছুই নয়। মহারাষ্ট্র থেকে বলিউডকে সরিয়ে আনার কৌশল। বলিউডকে বদনাম করতেই বিজেপি এই ষড়যন্ত্র করেছে।’
প্রসঙ্গত, গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পরই বলিউডের মাদক যোগ নিয়ে শোরগোল শুরু হয়। একে একে জড়াতে থাকে অনেক নাম। এরই মধ্যে গত ২ অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীতে রেভ পার্টিতে আচমকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হানায় আটক হন আরিয়ান। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার করা হয় শাহরুখপুত্রকে। এই পরিস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপিকে আক্রমণ করার সময় মালিক মনে করিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের স্বপ্নের ফিল্ম সিটির পরিকল্পনার কথা। নয়ডায় ওই ফিল্ম সিটি গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই মুম্বইয়ের ফিল্ম জগতের শীর্ষস্থানীয় কলাকুশলীদের সঙ্গে বৈঠক সেরেছিলেন যোগী। নিজের অভিযোগের সমর্থনে সেই সব বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন নবাব।