মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনেই বড় চমক দিল তৃণমূল৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই গোয়ায় তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাফিসা আলি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রবীণ এই অভিনেত্রী৷ নাফিসা আলি ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷
তিন দিনের সফরে বৃহস্পতিবারই গোয়া পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার গোয়া সফরের মধ্যেই আরও বেশ কয়েকজন নামী ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷ বৃহস্পতিবার বিকেলেই গোয়া পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার থেকেই তাঁর বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে গোয়ায়৷ দলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই এ দিন নাফিসা আলির হাতে দলীয় পতাকা তুলে দেন বাংলার মুখ্যমন্ত্রী৷
সূত্রের খবর, তাঁর উপস্থিতিতেই একের পর এক হেভিওয়েটরা যোগ দেবেন তৃণমূলে। তালিকায় রয়েছেন জনপ্রিয় গায়ক লাকি আলিও। জল্পনায় ভাসছে রেমো ফার্নান্ডেজের নামও। শোনা যাচ্ছে গায়কের সঙ্গে এরাও সামিল হবেন জোড়াফুল শিবিরে।
উল্লেখ্য, লাকি আলি গোয়ার জনপ্রিয় মুখ। তাঁর খ্যাতির বিস্তার জাতীয় সীমানা ছাড়িয়ে বিশ্বেও। বলিউডে প্লেব্যাকেও বিখ্যাত গায়কের অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই লাকি আলি যদি জল্পনা মতোই তৃণমূলে যোগ দেন তবে গোয়ার সমুদ্রসৈকতে আরও মাইলেজ পাবে ঘাসফুল।