মঙ্গলবার শান্তিপুরে বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে বাংলাদেশ ইস্যুতে বিজেপিকে রীতিমতো তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, বাংলাদেশকে হাতিয়ার করে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। প্রশ্ন তুললেন, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলেও কেন কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক।
আগামী ৩০শে অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায় বিধানসভা উপনির্বাচন। শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর হয়ে ভোটপ্রচারে এসেছিলেন তিনি। সেখান থেকে হিন্দুত্ব নিয়ে পদ্মশিবিরকে কটাক্ষ করলেন অভিষেক। তাঁর কথায়, “একটা দল ধর্মের নাম ভোট চাইছে। বিজেপির রাজ্যস্তরের নেতারা বলছেন, বাংলাদেশে যা হয়েছে তার জন্য বিজেপির ভোট তিন গুণ হয়ে যাবে। গত সাত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর দল সনাতন ধর্মের জন্য কী করেছে, হিন্দুধর্মের জন্য কী করেছে, তার তথ্য পরিসংখ্যান দিক।”
পাশাপাশি, এদিন ভোটপ্রচার থেকে সরাসরি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, “ভোটের আগে তো প্রধানমন্ত্রী বাংলাদেশ গেলেন। জয় বাংলা স্লোগান দিলেন। এখন তিনি চুপ কেন? বাংলায় কিছু হলেই স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দল পাঠান। এখন কেন বাংলাদেশে কোনও দল পাঠানো হচ্ছে না কেন?” তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, “বিজেপি আরেকবার ক্ষমতায় এলে দেশ আফগানিস্তান হয়ে যাবে। লোকে ট্রেনের চাকা ধরে চলবে।”