পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম হার। এবং তার পর মহম্মদ শামির প্রতি ভয়াবহ বিদ্বেষ। এই দুই ঘটনায় এবার পুরোদস্তুর রাজনীতি ঢুকে গেল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের পর তাঁর দায়বদ্ধতা নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করে বসে ভারতীয় ক্রিকেটের কিছু উগ্র সমর্থক। যার প্রতিবাদে সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টিমের বাকি ক্রিকেটারদের মতো শামির দিনটাও ভাল যায়নি। ৩.৫ ওভার বল করে ৪৩ রান দেন শামি। কোনও উইকেটও পাননি। টিম হারে দশ উইকেটে। যার পর সোশ্যাল মিডিয়ায় শামিকে জাতিবিদ্বেষের শিকার হতে হয় দুঃখজনক ভাবে। তাঁর ধর্ম নিয়ে, তাঁর দায়বদ্ধতা নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করে বসল ভারতীয় ক্রিকেটের কিছু উগ্র সমর্থক। যার পর শামির সমর্থনে ভারতের সমগ্র ক্রিকেটে থেকে শুরু করে রাজনৈতিক মহল– সবাই একে একে দাঁড়িয়ে পড়ল। সোচ্চার প্রতিবাদ জানিয়ে দাবি তোলা হল যে, এ সব নোংরামি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
টুইট করে রাহুল গান্ধী বললেন, ‘মহম্মদ শামি আমরা সকলেই তোমার সঙ্গে আছি। এই মানুষগুলো ঘৃণায় পরিপূর্ণ কারণ ওদের কেউ কখনও ভালবাসেনি। ওদের ক্ষমা করো’। রাহুলের এই টুইটের পর অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার ক্রিকেটেও রাজনীতির প্রবেশ ঘটবে?
রাহুল একা নন, শামিকে হেনস্তার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসিও। তাঁর বক্তব্য,’মহম্মদ শামিকে যেভাবে আক্রমণ করা হল, তাতেই বোঝা যাচ্ছে মুসলিমদের বিরুদ্ধে কী পরিমাণ ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। হারি বা জিতি দলের ১১ জন ক্রিকেটারেরই পাশে থাকা উচিত। অথচ, এখানে শুধু শামিকেই আক্রমণ করা হচ্ছে। বিজেপি সরকার কি এর প্রতিবাদ করবে’?