করোনা অতিমারির কতজা মাথায় রেখে গত বছর কালীপুজো ও দিওয়ালিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল হাইকোর্ট। এ বছরেও সেই একই নির্দেশ বহাল রাখার আর্জি জানিয়ে মামলা করা হয়েছে উচ্চ আদালতে। আগামী ২৯ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে।
মামলাকারী রশ্মি আলি পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন সমস্ত বাজি পোড়ানো বা বিক্রি বন্ধের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নিজের দাবির সপক্ষে তিনি তুলে ধরেছেন রাজ্যের কোভিড পরিস্থিতির কথা। জানিয়েছেন, পুজোর পর প্রায় প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায়। পাশাপাশি বাড়ছে দৈনিক মৃত্যুও। এই পরিস্থিতিতে বাজি পুড়িয়ে কালীপুজো, দিওয়ালিতে হুল্লোড় মেনে নেওয়া যায় না, আদালতের কাছে জানিয়েছেন মামলাকারী।
তিনি আরও বলেছেন, বাজির শব্দ এবং তার গন্ধ, দুইই কোভিড রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে হার্টের ক্ষতি হয়। আর শুধু কোভিড আক্রান্তরাই নন, হার্টের সমস্যা যাঁদের আছে, তাঁরা সকলেই বাজির শব্দ গন্ধে অসুস্থ হয়ে পড়েন। এই সমস্ত কারণ দেখিয়ে গত বছরের মতো এবছরও বাজি পোড়ানো, কেনা-বেচা বন্ধ করার আর্জি জানিয়েছেন মামলাকারী রশ্মী আলি।