এর আগে বাদল অধিবেশনে বিরোধীদের তুমুল বিরোধিতা সত্ত্বেও বিমা সংস্থা বেসরকারিকরণের লক্ষ্যে আনা সংশোধনী বিল সংসদে পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। এবার ব্যাঙ্ক বেসরকারিকরণের লক্ষ্যে এগাচ্ছে তারা। সূত্রের খবর, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন, ১৯৪৯-এর সংশোধনী আনার কাজ চালাচ্ছে কেন্দ্র। লক্ষ্য, আসন্ন শীতকালীন অধিবেশনেই তা সংসদে পেশ করা। আশা, আগামী মাসের শেষেই শুরু হবে ওই অধিবেশন। বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি বিমা সংস্থা বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
বিরোধীদের অভিযোগ পেগাসাস, কৃষি আইন-সহ নানা বিষয়ে তুমুল বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই আলোচনা ছাড়া সাধারণ বিমা ব্যবসা (জাতীয়করণ) আইনের সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র। যেখানে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় সরকারের হাতে বাধ্যতামূলক ভাবে অন্তত ৫১ শতাংশ অংশীদারি রাখার শর্তটাই তোলা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এমন ভাবে গোটা ব্যাঙ্কিং ক্ষেত্রকেও বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হবে কি না সেই আশঙ্কা থাকছেই। ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত না-বদলালে আগেই লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে কর্মী ইউনিয়নগুলি। ফলে এ নিয়ে শীতে সংসদের ভিতরে-বাইরে যথেষ্ট উত্তাপ ছড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।