৪ দিনের সফরে উত্তরবঙ্গ সফর থেকে ফেরার পরেই গোয়ায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দলনেত্রীর আগেই রবিবার গোয়ায় উড়ে গিয়েছেন বাবুল সুপ্রিয় এবং সৌগত রায়।
গোয়া যাওয়ার আগে গতকাল কলকাতা বিমানবন্দর থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল বলেন, আমার খুব ভাল লাগছে। দিদি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তাতে আমি খুশি। গোয়া আমার খুব প্রিয় জায়গা। ওখানে আমি বিহু গানের অনুষ্ঠান করছি। তবে রাজনৈতিক কাজে গোয়া এই প্রথম যাচ্ছেন, স্বীকার করে নিয়েছেন বাবুল।
তৃণমূল নেতা আরও জানিয়েছেন, গত ২ বছর ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে গোয়া গিয়েছিলেন তিনি। তাঁর কথায়, গোয়ায় তৃণমূল ভাল ফল করবে। অনেক বড় বড় নেতারা দলে যোগ দিয়েছেন। দিদি নিজে যাচ্ছেন ২৯ তারিখ। আমার মনে হয় খুব ভাল ফল হতে চলেছে গোয়ায়।
বাবুলের সঙ্গে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন লোকসভর তৃণমূল সাংসদ সৌগত রায়ও। তিনি জানিয়েছেন, ত্রিপুরায় যেভাবে তৃণমলের ওপর আক্রমণ হয়েছে তাতে এই দলকে দমিয়ে রাখা যাবে না। ত্রিপুরায় তৃণমূল এগোবে, ক্ষমতা দখল করবে।