সারা বিশ্বের শ্রেষ্ঠ ফুটবল ক্লাবগুলির মধ্যে একটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই দলের মালিক গ্লেজার পরিবার। তারাই এ বার ইচ্ছা প্রকাশ করল আইপিএলের দল কেনার। নতুন দলের জন্য দরপত্র তুলেছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের মালিক আমেরিকার। আইপিএলের নতুন দল কেনার দরপত্র তোলার শেষ তারিখ ছিল ২০শে অক্টোবর। সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক দরপত্র তুলেছেন। অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের অংশ হতে চাইছে তারা।
উল্লেখ্য, কোন কোন সংস্থা দরপত্র তুলতে পারবে সেই নিয়ে বেশ কিছু নিয়ম তৈরি করেছে বিসিসিআই। তারা জানিয়েছে, কোনও সংস্থা দল কিনতে চাইলে তিন হাজার কোটি টাকার বার্ষিক লেনদেন থাকতে হবে, কোনও ব্যক্তিকে দল কিনতে হলে তাঁর অন্তত আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। নিয়ম অনুযায়ী কোনও বিদেশি সংস্থা আইপিএলের দল কিনতে পারে, তবে তাদের ভারতে ব্যবসা শুরু করতে হবে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক ছাড়া দরপত্র তুলেছে আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া ও জিন্দল স্টিল। এ ছাড়া, উদ্যোক্তা রনি স্ক্রুওয়ালা এবং আরও তিন জন দরপত্র তুলেছেন। আমদাবাদ, লখনৌ, গুয়াহাটি, কটক, ইনদওর এবং ধর্মশালার মধ্যে যে কোনও দু’টি শহর থেকে আইপিএলের নতুন দলগুলি আসতে পারে বলে জানা গিয়েছে। তবে আমদাবাদকেই পাখির চোখ করবে অনেক ব্যবসায়ী কারণ এক লক্ষ ১০ হাজার দর্শকাশনের স্টেডিয়াম রয়েছে সেখানে। ২৫শে অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে হবে সবাইকে।