বৃহস্পতিবার সকালে আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। মাদককাণ্ডে জামিন পাননি বাদশা-পুত্র। ১৯ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারেই ‘বন্দী’ আরিয়ান। জেলে আসার পর এদিনই প্রথমবার ছেলেকে দেখতে গেলেন শাহরুখ।
এদিন সকাল ৯ টা নাগাদ একটি ছোট কালো গাড়িতে আর্থার রোড জেলে আসেন বাদশা। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। তাঁরা কথা বলেন আরিয়ানের সঙ্গে। জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ।
৩ অক্টোবর মাদক মামলায় আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি। তারপর এনসিবি কাস্টেডিতে থাকার সময় একবার ছেলের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। তারপর ভিডিও কলেও কথা হয়েছিল তাঁদের আর্থার রোডে আসার পর। শাহরুখ-গৌরীর ফোন পেয়ে নাকি কেঁদে ফেলেছিলেন আরিয়ান। বুধবার জামিন না মেলায় কিছুটা আশাহত খান পরিবার। তাই ছেলের সঙ্গে বসে মুখোমুখি কথা বলতেই আর্থার রোডের জেলে যান শাহরুখ। এরমধ্যে বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিনের আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, আগে থেকে খবর পেয়ে ২ অক্টোবর শনিবার গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা-সহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। সূত্রের দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক পাচার ও বিক্রয়ারীদের সঙ্গে যোগাযোগ রাখার পূর্ণ প্রমাণ মিলেছে। তাঁরা আরিয়ানের ওপর মাদক সেবন, পাদক পাচার ও মাদক বিক্রির মতো অভিযোগ আনা হয়েছে।