প্রতিবছরের মতোই এবারও বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন সব্যসাচী দত্ত। সেখানে উপস্থিত ঘনিষ্ঠ বহু মানুষ। সেই তালিকায় অভিনেত্রী অঞ্জনা বসু। যা স্বাভাবিকভাবেই উসকে দিয়েছে নতুন জল্পনা। তবে কি এবার সব্যসাচীর হাত ধরেই তৃণমূলে আসতে চলেছেন বিজেপি নেত্রী অঞ্জনা? গুঞ্জন শুরু রাজনৈতিক মহলে। প্রতিবারই লক্ষ্মীর আরাধনা করেন রাজনীতিবিদ সব্যসাচী দত্ত। তাঁর পুজোয় হাজির হন তাবড় তাবড় নেতারা। এবছরও তার অন্যথা হয়নি। তবে এবার তৃণমূল নেতার বাড়ির লক্ষ্মী পুজোয় দেখা গিয়েছে বিজেপি নেত্রী অঞ্জনা বসুকে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, হয়তো এবার তৃণমূলে যোগ দেবেন বিজেপি নেত্রী।
উল্লেখ্য, বিগত ২০১৯ সালে দুর্গাপুজোর ঠিক আগে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। দায়িত্বও পেয়েছিলেন। তবে যোগদানের কিছুদিনের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়। ২০২০ সালের মাঝামাঝি শুরু হয়েছিল সব্যসাচী দত্তের তৃণমূলে ফেরার জল্পনা। সূত্রের খবর, সেই সময় একাধিক তৃণমূল নেতার সঙ্গে কথাও বলেছিলেন তিনি। কিন্তু শেষমেশ ফেরা হয়নি। অবশেষে চলতি বছর সেপ্টেম্বরের শেষে তৃণমূলে ফেরেন সব্যসাচী। এদিকে অঞ্জনাদেবীর সঙ্গেও বিজেপির সম্পর্ক বেশ পুরনো। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। তবে জয়ের মুকুট মাথায় ওঠেনি। তারপর থেকেই রাজনীতিতে বিশেষ সক্রিয় নন অঞ্জনা।