দুর্গাপুজো ঘিরে ধারাবাহিক সাম্প্রদায়িক হিংসার জেরে অশান্ত বাংলাদেশ। এ নিয়ে নিন্দায় সরব হয়েছেন বিশ্বের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। দোষীদের শাস্তির দাবি উঠেছে। কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এরই মধ্যে এবার বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দেশে সাম্প্রদায়িকতার আবহ তৈরি করার জন্য ইচ্ছে করে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছে কিছু মানুষ। তারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো কিছু হিংসার ভিডিয়ো ছড়িয়ে দিচ্ছে। আর তাতেই সাম্প্রদায়িক উত্তাপে আরও ইন্ধন জোগাচ্ছে। একদল স্বার্থপর মানুষ এমন কাজ করছে বলে অভিযোগ করেছেন আসাদুজ্জামান খান।
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। বলেছেন, ঢাকায় ঘটে যাওয়া এক পুরনো খুনের ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। নোয়াখালিতে যতন কুমার সাহার মৃত্যুর ভিডিও বলে সেটিকে প্রচার করা হচ্ছে। আসলে গত ১৬ মে ঢাকায় পল্লবী এলাকায় সাহিনুদ্দিন হত্যার ঘটনার ভিডিও ওই ৩০ সেকেন্ডের ক্লিপটি। আসাদুজ্জামান বলেছেন, এই ধরণের ভুয়ো ভিডিয়ো শুধু বাংলাদেশে নয়, ছড়িয়ে পড়েছে বাংলাতেও। যা একেবারেই কাম্য নয়। বাংলা বিজেপির অনেক নেতাই এই ভিডিয়ো শেয়ার করে অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন। ভুয়ো ওই ভিডিয়ো ছড়ানোর পর দুজনকে শনাক্ত করেছে র্যাব। আর সেই দুজনই কলকাতার লোক বলে জানা গেছে।