আগামী বাজেটেই সিগারেট, বিড়ি-সহ তামাকজাত পণ্যের দাম বাড়াতে পারে মোদী সরকার। কারণ মঙ্গলবারই বিড়ি-সিগারেটের ওপরে কর চাপানোর ইঙ্গিত দিয়েছে তারা। কর নীতি ঠিক করার জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে। মনে করা হচ্ছে, আগামী বাজেটেই ওই কমিটির সুপারিশে দাম বাড়ার বিষয়টি ঘোষিত হতে পারে।
কেন্দ্রের সিদ্ধান্ত সামনে আসতেই শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে আইটিসির মতো তামাক প্রস্তুতকারী সংস্থা। একলাফে প্রায় ৫ শতাংশ কমে যায় শেয়ারের দর। বিশেষজ্ঞদের মতে, গত বছর লকডাউনের ধাক্কায় সিগারেট বিক্রি রাতারাতি বড় সমস্যায় পড়ে। কিন্তু এবার ফের সিগারেটের বিক্রি বাড়ছে। মনে করা হচ্ছে, ১০ থেকে ১২ শতাংশ বিক্রি বেড়েছে সিগারেটের। এই পরিস্থিতিতে আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সিগারেটের ওপরে বাড়তি কর বসতে পারে।
উল্লেখ্য, গত বাজেটে কিন্তু সিগারেটের ওপরে কোনও করবৃদ্ধির ঘোষণা হয়নি। কিন্তু তার আগের বার ১১ শতাংশ বাড়ানো হয়েছিল কর। সিগারেটের পাশাপাশি নজর থাকবে বিড়ির দিকেও। তামাকজাত পণ্য হিসেবে সিগারেটের থেকেও বেশি ক্ষতিকর হওয়া সত্ত্বেও বিড়ির ওপরে করের হার তুলনামূলক কম। কমিটি সেই হার বাড়াতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কমিটির সিদ্ধান্তের দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কমিটিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, জিএসটি কাউন্সিল ও নীতি আয়োগের সদস্যরা প্রতিনিধি হিসেবে থাকবেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-র ভারতীয় প্রতিনিধিদের মধ্যে থেকেও কাউকে রাখা হবে ওই কমিটিতে। সেই সঙ্গে থাকবেন একজন অর্থনীতিবিদ।