এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জেমস বন্ডের তুলনা করে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার ফেসবুকে ডেরেক কালো স্যুট, টাই পরিহিত প্রধানমন্ত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন, ‘দে কল মি ০০৭’। এরপরই তুলনার ব্যাখা দিয়েছেন তৃণমূল সাংসদ। ডেরেকের ব্যাখ্যা অনুযায়ী, ‘০ উন্নয়ন। ০ অর্থনৈতিক বৃদ্ধি।
৭ বছরের আর্থিক বিশৃঙ্খলা।’ অর্থাৎ ঘুরিয়ে দেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধলেন তিনি। ইতিপূর্বে একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছে তৃণমূল। কখনও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছে তারা। তো কখনও আবার বেকারত্বের ইস্যুতে কেন্দ্রকে খোঁচা দিয়ে তৃণমূল। এবার ফের একবার কটাক্ষের মোড়কে খোদ প্রধানমন্ত্রীকেই বিঁধলেন তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই পোস্ট।