পুজোর তিনদিনই আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে। পুজোর পরেও তা থেকে রেহাই মেলেনি। নিম্নচাপের বৃষ্টিতে দিনভর নাজেহাল হচ্ছেন মানুষ।
সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, শুক্রবার থেকে প্রাক-শীত পর্ব শুরু হয়ে যাবে রাজ্যে। রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছিল।
কিন্তু আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে। বর্ষা বিদায় নিতে তাই আরও দেরি হচ্ছে। বর্ষা পুরোপুরি চলে গেলেই শীত ঢুকবে।
এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে বিহারে। আগামী দু’তিন তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির তেজ থাকবে বেশি। তবে তারপর থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই বাংলায় আবহাওয়া স্বাভাবিক হবে।
লক্ষ্মীপুজো পর্যন্ত আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই, জানিয়ে দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। বর্ষা যেন পিছু ছাড়তে চাইছে না কিছুতেই। আর বাংলা জুড়ে এই বিদায়ী বর্ষাই হাতছানি দিয়ে ডেকে আনছে শীতের মরশুমকে।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, আগামী শুক্রবার থেকেই শীতের ঘণ্টা বেজে যাবে গাঙ্গেয় বঙ্গে।
তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমে যাবে। রাতের দিকে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার কথা জানিয়েছেন তিনি। সুতরাং শীতও এবার দুয়ারে কড়া নাড়তে শুরু করল বলে।