কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। আর এর প্রকৃষ্ট উদাহরণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি চুটিয়ে শিল্প-সাহিত্য চর্চাও করেন তিনি। মমতা যে ভাল ছবি আঁকেন, সে কথা কারও অজানা নয়। এবার যেমন তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদ সংখ্যার মা দুর্গার হাসিমুখের ছবি এঁকেছেন তিনি। আর ঠিক সেই একই ছবি বালিগঞ্জের একুশ পল্লীর দুর্গোৎসবের উদ্বোধনে গিয়েও স্লেটের মধ্যে চক দিয়ে এঁকেছিলেন। গোটা পুজোয় একুশ পল্লীর পুজো মণ্ডপে শোভা পেয়েছিল মুখ্যমন্ত্রীর হাতে আঁকা সেই ছবি। এবার তা সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বালিগঞ্জ একুশ পল্লী দুর্গোৎসব কমিটি।
যে স্লেটে ছবি এঁকেছিলেন মমতা, সেই স্লেটটিকেই সংরক্ষণ করা হচ্ছে। ছবি যাতে মুছে না যায়, তার ব্যবস্থা করা হবে। এই প্রসঙ্গে একুশ পল্লী পুজো কমিটির সম্পাদক মলয় বিশ্বাস বলেছে, এই অমূল্য ছবিটিকে আমরা যুগ যুগ ধরে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করছি। বিশেষ একটি রাসায়নিক পদার্থ সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে। ছবিটি ফ্রেমে বাঁধিয়েও রাখা হবে। মমতার স্লেটে আঁকা দুর্গার ছবি সযত্নে রাখা থাকবে বালিগঞ্জ একুশ পল্লী ক্লাবের মধ্যেই। এবং প্রতিবছর পুজোয় মণ্ডপে তা প্রদর্শন করা হবে। পুজো কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সমর্থকরা।