এবার কোর্টের মধ্যেই এক আইনজীবীকে হত্যার ঘটনা ঘটল উত্তরপ্রদেশের শাহজানপুর জেলা আদালতে। সোমবার সকালে কোর্টের কাজকর্ম শুরু হওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলে খবর। একটি বিল্ডিংয়ের তিনতলার সিঁড়ি থেকে ওই আইনজীবীর দেহ উদ্ধার হয়। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।
প্রাথমিক সূত্র অনুযায়ী, ওই আইনজীবী একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। তা কিছুটা বাদানুবাদে গড়ায়। এরপরই ওই ব্যক্তি পকেট থেকে একটি দেশি পিস্তল বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আইনজীবী। তাঁর দেহের কাছ থেকেই উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল।
ইতিমধ্যে আদালতে পৌঁছেছে শাহজানপুর জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। কোন ব্যক্তির সঙ্গে ওই আইনজীবী কথা বলছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের তরফে বলা হয়েছে, আদালত চত্বরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার ফুটেজ দেখে ওই ব্যক্তির খোঁজ পাওয়ার চেষ্টা হচ্ছে।