ত্রিপুরার রাজা বিক্রম কিশোর মানিক্যকে নিয়ে লেখা তাঁর বই উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের লেখা সেই বইয়ের একটি অধ্যায় এবার ত্রিপুরার স্কুল সিলেবাসে যুক্ত হতে পারে।
বিবেকানন্দ বিচার মঞ্চ নামক সংগঠন ত্রিপুরার শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে চিঠি লিখেছে সম্প্রতি। সূত্রের খবর, শিক্ষা দফতরের অন্দরমহলে এই নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। সমর্থিত সূত্রে জানা যাচ্ছে, সবুজ সংকেত ও দিয়ে দিয়েছে শিক্ষা দফতর। খুব শিগগিরই পাঠ্যক্রমে যুক্ত হতে চলেছে মুখ্যমন্ত্রীর লেখা।
২০১৯ সালে প্রকাশিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এর লেখা বইয়ের নাম ছিল -আধুনিক ত্রিপুরার শিল্পকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। বইটির নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। হিন্দি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশিত হয়েছিল বইটি। সম্প্রতি দাবি ওঠে ওই বইটির প্রথম অধ্যায় সিলেবাসে যুক্ত করতে হবে।
কী রয়েছে এই বইয়ের প্রথম অধ্যায়ে? সূত্রের খবর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ওই অধ্যায়ে আধুনিক ত্রিপুরার ইতিহাস বর্ণনা করেছেন। শুধু তাই নয় শোনা যাচ্ছে, ত্রিপুরার রাজতন্ত্রের সঙ্গে মোদী সরকারের শাসনতন্ত্রের তুলনা করা হয়েছে ইতিবাচক ভঙ্গিতে। সরাসরি বিজেপি সরকারের প্রশংসাসূচক অধ্যায়, ছাত্রদের পড়ানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, ওই অধ্যায় পঞ্চম শ্রেণির সিলেবাসে যুক্ত হতে পারে। আগামী শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে এই অধ্যায় পড়বে। শিক্ষা দফতর বিষয়টি নিয়ে বিবেচনা সেরে ফেলেছে। এখন অপেক্ষা মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের।