গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র গাড়িটি চালাচ্ছিলেন। সোমবার তাই অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে ছ’ঘণ্টা রেল অবরোধের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। সেইমতো এদিন বেলা ১০ টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। কৃষকরা জানিয়েছেন, অবরোধ শান্তিপূর্ণ থাকবে।
সংযুক্ত কিষাণ মোর্চা থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘অজয় মিশ্র ঘৃণা ছড়ান। তিনি হিন্দু ও শিখদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছেন। তাঁর গাড়িই আন্দোলনরত কৃষকদের চাপা দিয়েছিল। পুলিশ তাঁর ছেলেকে তলব করা সত্ত্বেও তিনি ছেলে ও তার কয়েকজন বন্ধুকে আশ্রয় দিয়েছিলেন।’ উল্লেখ্য, গত সপ্তাহেই গ্রেফতার হয়েছেন আশিস মিশ্র। বৃহস্পতিবার ঘটনার পুনর্গঠন করার জন্য তাঁকে লখিমপুর-খেরিতে নিয়ে যায় পুলিশ। আশিসের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু অঙ্কিত দাস। পুলিশের গাড়ির সাহায্যে সেদিনের ঘটনার পুনর্গঠন করা হয়।