ফের কি একবার কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছেন রাহুল গান্ধী? সূত্রের দাবি, দলের প্রবীণ নেতাদের প্রস্তাব মাথায় রেখে আরও একবার সভাপতি হতে প্রস্তুত রাহুল গান্ধী! তিনি জানিয়েছেন, সভাপতি হওয়ার ব্যাপারে ভেবে দেখবেন।
শনিবার দিল্লিতে শুরু হয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সূত্র মারফত জানা যায়, ২০২২-এর সেপ্টেম্বর মাসে কংগ্রেসের সভাপতি পদের জন্য নির্বাচন হবে। সোনিয়া গান্ধী এদিন বৈঠকে জানান, ‘পূর্ণ সময়ের সভাপতি’ হচ্ছেন তিনি। এর আগে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতির পদ সামলাচ্ছিলেন সোনিয়া।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অশোক গেহলট এদিন বৈঠকে পরবর্তী সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেন। ওয়ার্কিং কমিটির বাকি সদস্যরাও সেই প্রস্তাবকে সমর্থন করেন বলে সূত্রের খবর। ফলে ২০২২-এর সেপ্টেম্বরে কংগ্রেসের সভাপতি নির্বাচনে রাহুলের পাল্লা যে ভারী তা স্পষ্ট। ওয়ার্কিং কমিটির সদস্যদের এই প্রস্তাবের পরে রাহুল জানান, তিনি কংগ্রেসের সভাপতি পদে পুনরায় বসার ব্যাপারে ভাবনা-চিন্তা করবেন।
২০১৯-এ লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন রাহুল। যার ফলে হাত শিবিরে নেতৃত্ব নিয়ে রীতিমতো সংকটে পড়ে। বহু প্রবীণ নেতারা সে সময় রাগাকে ফের সভাপতিত্ব গ্রহণ করতে বললেও তাতে রাজি হননি তিনি। অবশেষে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হন সোনিয়া গান্ধী।
এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, ‘সংবাদমাধ্যমের মারফত আমাকে বার্তা দেওয়ার দরকার নেই।’ পাশাপাশি সোনিয়া জানান, ‘সঠিক ভাবে আলোচনা হওয়া উচিত। তবে এই ঘরের যে সিদ্ধান্তই বাইরে যাক না কেন, তা যেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সম্মিলিত সিদ্ধান্ত হয়।’