৫০ লাখ টাকা তোলা চেয়ে সঙ্গীতশিল্পী রশিদ খানকে প্রাণনাশের হুমকি দিল দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে শিল্পীর গাড়ির চালক এবং তাঁর অফিস অ্যাসিট্যান্টকে গ্রেফতার করেছে নেতাজিনগর থানার পুলিশ।
থানায় এফআইআর করে রশিদ খান জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তাঁকে ফোন করে বারবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাঁর বড় মেয়েকে এও বলা হয়েছে ফোনে, বাড়ির বাইরে স্নাইপার ফিট করে রাখা হয়েছে। বেরোলেই গুলি করে মেরে ফেলা হবে শিল্পীকে।
শুধু প্রাণনাশের হুমকিই নয়, শিল্পীর কাছে ৫০ হাজার টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ। বারবার এই অজানা নম্বর থেকে আসা ফোনে শঙ্কিত শিল্পী ও তাঁর পরিবার। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়ি থেকে বোরোতেও ভয় পাচ্ছেন তাঁরা।
ঘটনার তদন্তে নেমে উত্তরপ্রদেশের লখনউ থেকে শিল্পীর প্রাক্তন গাড়ির চালক দীপক আউলাকাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া প্রাক্তন অফিস অ্যাসিস্ট্যান্ট অবিনাশ কুমার ভারতীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। মাস দুয়েক আগে দু’জনকেই ছাড়ানো হয়েছে। পুলিশের দাবি, আক্রোশের বশেই হুমকি ফোন করা হয় শিল্পীকে।