এবার হোর্ডিং ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গোয়ার বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে এবার সরকারি সংস্থার অপব্যবহার করে ছিঁড়ে ফেলছে দলের হোর্ডিং, এমনটাই অভিযোগ আনল গোয়া তৃণমূল।
অক্টোবর মাসের ৮, ৯ এবং ১৩ তারিখের তিনটি ভিডিও টুইট করে এই হোর্ডিং খোলার দৃশ্য জনসমক্ষে আনল গোয়া তৃণমূল। কটাক্ষ করতেও ছাড়েনি তারা। গোয়ায় তৃণমূলের কার্যকলাপে মোদী-শাহ উদ্বিগ্ন বলে তাঁদের একহাত নেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।