গোয়ার রাজনীতিতে সদ্য পা রেখেছে তৃণমূল।আর কয়েকমাস পরেই বিধানসভা ভোট হবে সেখানে। তবে এর মধ্যেই বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো তথা দেবী দুর্গার কথা শোনা যাচ্ছে সেখানকার রাজনীতিকের মুখে।
গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়েছিলেন। কিন্তু ভোট এগিয়ে এলেও কংগ্রেস তাঁকে জানায়নি জোট করবে কিনা। তিনি দেবী দুর্গার পুজো দিয়ে বলেছেন, ‘গোয়ায় নতুন সূর্যোদয় হচ্ছে’। সরদেশাইয়ের কথায়, ‘আমরা দেবী দুর্গাকে জাগিয়ে তুলেছি। নবরাত্রিতে আমরা দুর্গাপুজো করি। আমাদের রাজ্যে নতুন ভোর আসছে’। তৃণমূলও গোয়ায় নতুন স্লোগান দিয়েছে, ‘গোয়েঞ্চি নভি সকাল’, অর্থাৎ গোয়ায় নতুন সকাল। সরদেশাই পরোক্ষে তৃণমূলের ওই স্লোগানের কথা উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহে গোয়ায় তৃণমূলের কয়েকশো পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। তাতে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই সঙ্গে লেখা, ‘গোয়েঞ্চি নভি সকাল’। এদিকে, সরদেশাই জানান তাঁর সঙ্গে প্রশান্ত কিশোরের কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা প্রশান্ত কিশোর তাঁকে কী বলেছেন, জানাতে চাননি সরদেশাই। তবে তিনি বলেন, ‘এখন ভোটের মরশুম। সকলেই অন্যান্য দলের সঙ্গে কথা বলছে। আমি প্রশান্ত কিশোরের সঙ্গেও কথা বলেছি।’