আর মাত্র একটি ধাপ। তা পেরোতে পারলেই ৪০ বছর পর ফের কলকাতা লিগ খেতাব জয়ের স্বাদ পাবে মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার, সপ্তমীর দুপুরে লিগের সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টসকে এক গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মহমেডান। ফাইনালে রেলওয়ে এফসির মুখোমুখি হবে তারা। ১৯৮১ সালের পর ফের কলকাতা লিগ জয়ের হাতছানি সাদা-কালো শিবিরের সামনে।
এদিন ম্যাচের ৪০ মিনিটে আজাহারউদ্দিন মল্লিককে বক্সের মধ্যে ফাউল করেন ইউনাইটেডের তন্ময় ঘোষ। পেনাল্টি পায় মহমেডান। গোল করেন মার্কোস জোসেফ। আক্রমণ, প্রতি আক্রমণে দ্বিতীয় সেমিফাইনাল বেশ জমে উঠেছিল। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইউনাইটেডকে। সুযোগ পেয়েছিল মহমেডানও। তবে গোল সংখ্যা রাড়াতে পারেনি তারা। গোল খেলেও দ্বিতীয়ার্ধে বারবার মহমেডান দুর্গে আক্রমণ করতে থাকেন জগন্নাথ ওঁরাও, সুব্রত মুর্মুরা। বারবার গোল করার মত পরিস্থিতি তৈরি করলেও মহমেডান রক্ষণ আঁটোসাঁটো থাকায় ফলাফল বদলায়নি। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন ইউনাইটেড ফুটবলাররা।