প্রবল চাপের মুখে লখিমপুর কাণ্ডে অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পুত্র আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তিন দিনের জন্য তাঁকে জেল হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও আশিস মিশ্রকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়েছিল যোগীরাজ্যের পুলিশ, তবে আপাতত তিন দিনের জন্য তাঁকে হেফাজতে পেয়েছে পুলিশ। একই সঙ্গে আদালতের তরফের শর্ত দেওয়া হয়েছে , কোনও ভাবেই আশিস মিশ্রকে জেরার নামে হেনস্থা করা যাবে না। এমনকী জিজ্ঞাসাবাদের সময় আশিস মিশ্রর আইনজীবীও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আদালত। এই পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিসহ কংগ্রেস নেতাদের একটি প্রতিনিধি দল আগামীকাল, বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে চলেছেন বলে খবর। রাষ্ট্রপতির কাছে লখিমপুর নিয়ে স্মারকলিপি জমা দেবেন তাঁরা।
কংগ্রেস সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা-র সময় রাইসিনা হিলে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খারগে, গোলাম নবি আজাদ, অধীর রঞ্জন চৌধুরী, প্রিয়ঙ্কা গান্ধি , কেসি বেণুগোপাল, একে অ্যন্টনিরা। এ নিয়ে রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই চিঠি লিখেছিল কংগ্রেস। লখিমপুর খেরির ঘটনার শুরু থেকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে অবিলম্বে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে সরানোর দাবি তুলেছে কংগ্রেস। যদিও এখনও পর্যন্ত তা না হলেও অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে এই ঘটনায় শনিবার গ্রেফতার করেছে যোগী আদিত্যনাথের পুলিশ।
শনিবার রাতে আশিস মিশ্রকে গ্রেফতার করার আগে তাঁকে প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয়। অভিযোগ উঠেছে, লখিমপুর খেরিতে মন্ত্রীপুত্র আশিসের গাড়িই চার কৃষককে পিষে দিয়ে চলে যায়। আর সেই গাড়িটি চালাচ্ছিলেন স্বয়ং মন্ত্রীপুত্রই। এই অভিযোগ অবশ্য শুরু থেকেই অস্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। কিন্তু বিরোধীরা ক্রমেই সুর ছড়াতে থাকে। আসরে নামেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। তৃণমূল সাংসদরাও পৌঁছে যান লখিমপুর খেরিতে। কলকাতা থেকেই প্রবলভাবে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ও। নিন্দার ঝড়ে ব্যাকফুটে চলে গিয়ে যোগী সরকার সম্প্রতি প্রিয়াঙ্কা-রাহুলকেও লখিমপুর যাওযার অনুমতি দিয়ে দেয়। এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন তাঁরা।