উৎসবের মরশুমে স্বস্তি দিচ্ছে দেশের কোভিড গ্রাফ। গতকালই ২২৪ দিন পর ১৪ হাজারে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এবার তা সামান্য বাড়লেও ১৫ হাজারের ঘরেই রইল। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮২৩ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪০ লক্ষ ১ হাজার ৭৪৩।
অন্যদিকে, দৈনিক মৃত্যু বেড়ে ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২৬ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৫১ হাজার ১৮৯ জন। আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৯০১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ হাজার ৮৪৪ জন। এদিকে, আক্রান্ত কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৭ হাজারের বেশি। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৬৫৩ জন।