মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এই নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। কেন্দ্র সরকারকে আক্রমণ করে বললেন, ‘আরিয়ানের পদবি খান। ভোট ব্যাঙ্কের কারণেই এদেশে বেছে বেছে মুসলমানদের হেনস্থা করা হচ্ছে’।
সোমবার টুইটারে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘চারজন কৃষকের খুনে দোষী কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে উদাহরণ পেশ করার বদলে কেন্দ্রীয় এজেন্সি ২৩ বছরের ছেলের পিছনে পড়ে রয়েছে। তাঁর পিছনে পড়ে থাকার একটাই কারণ, সেটা হল তাঁর পদবী খান। বিজেপি নিজেদের ভোট ব্যাংককে খুশি করার জন্য মুসলিমদের নিশানা করছে। এটা ন্যায় ব্যবস্থার ছলনা।’
আরিয়ানের গ্রেফতারি নিয়ে এর আগে কার্যত একই দাবি করেছিলেন এনসিপি নেতা নবাব মালিকও। বলেছিলেন যে, ‘মুম্বইয়ের ক্রুজ থেকে আরিয়ান খানের সঙ্গে ধৃত এক ব্যক্তিকে গ্রেফতারির পরেই ছেড়ে দিয়েছিল এনসিবি। তার একটাই কারণ, তিনি এক বিজেপি নেতার শ্বশুরবাড়ির আত্মীয়। এর তথ্য প্রমাণ সবার সামনে নিয়ে আসব, সব প্রমাণ হয়ে যাবে’।
প্রসঙ্গত, মুম্বইয়ের সমুদ্রে ভাসমান একটি বিলাসবহুল ক্রুজ থেকে ড্রাগস মামলায় ৮ জনকে আটক করেছিল এনসিবি। ওই আটজনের মধ্যে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও ছিলেন। আপাতত তিনি আর্থার রোডের জেলে বন্দি। বৃহস্পতিবার তাঁকে কোর্টে পেশ করা হলে শাহরুখ-পুত্রের জামিনের আবেদন নাকচ করে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। শুক্রবারও তাঁর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। সোমবার অর্থাৎ আজ মামলার শুনানি থাকলেও তা স্থগিত হয়ে যায়। আদালতের তরফে জানানো হয়, আরিয়ান খানের জামিন মামলার শুনানি হবে আগামী বুধবার।