রঞ্জিত সিংয়ের খুনের ঘটনায় গুরমিত রাম রহিম সিং সহ ছ’জনকে দোষী সাব্যস্ত করল সিবিআই-এর বিশেষ আদালত। ২০০২ সালের ১০ জুলাই ওই খুনের ঘটনাটি ঘটেছিল। ডেরা সাচ্চা সৌদ প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী ছিলেন রঞ্জিত। ২০০৩ সালের ৩ ডিসেম্বর ওই ঘটনায় এফআইআর রুজু করে সিবিআই। রঞ্জিতের পুত্র জগসীর সিং ওই অভিযোগ রুজু করেছিলেন।
চলতি সপ্তাহেই ওই খুনের মামলাকে অন্য কোনও সিবিআই আদালতে ট্রান্সফার করার আবেদন খারিজ করে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। পাঁচকুলা ছাড়া অন্য যে কোনও আদালতে ওই মামলাটি স্থানান্তর কথা বলা হয়েছিল আবেদনপত্রে।
এখন পাঁচকুলার সিবিআই বিশেষ আদালত গুরমিত রাম রহিম সিং- সহ ৫ অভিযুক্তকে আইপিসির ৩০২ ধারার (হত্যার) অধীনে দোষী সাব্যস্ত করেছে। ১২ অক্টোবর সাজা ঘোষণা করা হবে। গুরমিত রাম রহিম সিং তার ‘আশ্রমে’ দুই মহিলা শিষ্যকে ধর্ষণের জন্য ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত তাকে ২০১৭ সালের আগস্টে দোষী সাব্যস্ত করেছিল।
২০১৯ সালে গুরমিত রাম রহিম সিং এবং আরও তিনজনকে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। যিনি তাঁর আশ্রমে ডেরা সাচ্চা সৌদ প্রধানের মহিলাদের যৌন শোষণ সম্পর্কিত এক বেনামি চিঠি প্রকাশ করেছিলেন। বুর্জ জওহর সিং ওয়ালা গুরুদওয়ারা থেকে গুরু গ্রন্থ সাহেবের ‘বীর’ (কপি) চুরির সঙ্গে জড়িত একটি মামলাতেও গুরমিত রাম রহিম অভিযুক্ত।