এবার উপত্যকায় সেনার গুলিতে নিহত হলেন এক সাধারণ মানুষ। বৃহস্পতিবার সন্ধেয় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ এলাকার এই ঘটনায় সিআরপিএফ দাবি করেছে, একটি গাড়ি লক্ষ্য করে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল তারা। কারণ গাড়িটিকে বলা সত্ত্বেও সেটি থামেনি। পরে দেখা যায়, সে গাড়ির সওয়ারি নিহত হয়েছেন। তিনি জম্মুর বাসিন্দা, বাড়ি ফিরছিলেন।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেন, ‘নাকা চেকিং ছিল। সেদিকেই খুব জোরে ছুটে আসছিল গাড়িটি। তাকে থামতে বলা হলেও সে শোনেনি। এর পরেই আত্মরক্ষার্থে গুলি চালায় ঘটনাস্থলে মোতায়েন বাহিনী। এক জন মারা গেছেন।’ এর পরে গাড়িটির চালক পালিয়ে যান বলে জানা গিয়েছে। নিহত সওয়ারির পরিচয় উদ্ধার করে জানা যায়, তিনি একজন সাধারণ মানুষ।
স্বাভাবিকভাবেই এক আম আদমির এমন মর্মান্তিক মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। সোচ্চার হয়েছেন রাজনৈতিক নেতারাও। পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেন, ‘ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটা একটা অস্থিরতা তৈরি করছে।’ উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ভূস্বর্গে জঙ্গীদমন অভিযান চলছে পুরোদমে। গত ৬ দিনে ৭ জন মানুষ জঙ্গী হামলায় প্রাণও হারিয়েছেন।