একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই বিজেপিতে ভাঙন অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্তেই দল ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন নেতা-কর্মীরা। সব ঠিক থাকলে সেই পথ ধরেই বৃহস্পতিবার দুপুরে তৃণমূলে ফিরতে পারেন সব্যসাচী দত্ত। প্রসঙ্গত, উনিশের লোকসভা ভোটের পর অক্টোবর মাসেই তৃণমূল এবং বিধাননগরের মেয়র পদ ছেড়ে গেরুয়া শিবিরে চলে গিয়েছিলেন সব্যসাচী।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে ঢুকেছিলেন বিজেপিতে। তবে একুশের ভোটে হার মানতে হয়েছে তাঁকে। তারপর থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো সব্যসাচীর হাবভাব দেখেও অনেকেরই সন্দেহ হচ্ছিল। বিশেষ করে মুকুল রায় তৃণমূলে ফেরার পর সব্যসাচীর ঘরে ফেরা সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল। শেষমেশ হচ্ছেও তাই। অবশ্য রাজীবের তৃণমূলে ফেরার ব্যাপারে এখনও কোনও দিনক্ষণ স্থির হয়নি বলেই খবর।