আজ বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি শপথ নেবেন রাজ্যের অপর দুই কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নব নির্বাচিত বিধায়ক। তিন তৃণমূল বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল।
প্রথমে স্থির হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সকাল ১০:৪৫ মিনিটে। পরবর্তী সময়ে রাজ্যের পরিষদীয় দফতরের অনুরোধে শপথ অনুষ্ঠান হবে বেলা দুটোয়। শপথ কবে,কখন, কোথায় হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে একাধিক চর্চা হয়েছে। শেষমেশ সিদ্ধান্ত হয়েছে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন।
প্রসঙ্গত, চিরাচরিত নিয়মানুযায়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার বা স্পিকার৷ এই অধিকার অবশ্য রাজ্যপালের হাতে থাকে৷ তার অনুমতিক্রমে দায়িত্ব দেওয়া হয়।মাতৃ পক্ষের শুরুতেই নব নির্বাচিত বিধায়ক হিসাবে শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, আজ বৃহস্পতিবার শুভক্ষণ দেখেই হবে শপথ। মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই দুই আসনেও জিতে আসা দুই তৃণমূল বিধায়ক একই দিনে শুভক্ষণ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই শপথ নেবেন বলে জানা যাচ্ছে।