আর মাত্র কয়েক ঘণ্টা রাত পোহালেই মহালায়া। দেবীপক্ষের শুরু। তাই সমস্ত পুজোমণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর কয়েকটা দিন পরেই দেবীর বোধন। এরইমধ্যে শহর কলকাতায় বড় বড় যে সমস্ত পূজামণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপ একবার করে পরিদর্শন করে নিচ্ছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গতকাল কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলি ঘুরে ঘুরে তদারকি করেছেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স। সঙ্গে ছিলেনপূর্ত দপ্তর ও দমকল বিভাগের আধিকারিকরাও। এদিন সকাল বেলা একডালিয়া পুজোর মণ্ডপ পর্যবেক্ষণ করলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তিনি জানিয়েছেন কলকাতা হাইকোর্ট যে সমস্ত নির্দেশ দিয়েছে সমস্ত পুজো কমিটিকে এবং সাধারণ মানুষকে সেগুলো মানতে হবে। পুজো মণ্ডপের মধ্যে প্রবেশ করার কোনও অনুমতি নেই।
এবারও দর্শনার্থীদের বাইরে থেকে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হবে। এছাড়া পূজামণ্ডপের বাইরে বেশি ভিড় করা যাবে না। প্রত্যেক দর্শনার্থীকে মাস্ক ব্যবহার করতে হবে। তাছাড়া যারা উত্তর থেকে দক্ষিণে ঠাকুর দেখতে আসবেন তাদের জন্য বড় ভরসা ছিল টালা ব্রিজ। কিন্তু গত দেড় বছর ধরে টালা ব্রিজ না থাকায় যেরকম ভাবে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছিল সেই পদ্ধতিতে গাড়ি চলবে এবং ট্রাফিক পুলিশ সবকিছু নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পাশাপাশি তিনি জানিয়েছেন মানুষকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ পুজো কমিটি ও সাধারণ মানুষকে মানতে হবে। ভ্যাকসিন নিতে হবে প্রতিটি পুজো কমিটির ভলেন্টিয়ার এবং আয়োজকদের।