স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন দেওয়ার জটিলতা কার্যত কাটতে চলেছে। অন্তত রাজ্যের অর্থ দপ্তর ও উচ্চ শিক্ষা দফতর সূত্রে তেমনটাই খবর। মুখ্যসচিবের কড়া হুঁশিয়ারির পর বেসরকারি ব্যাঙ্কগুলো অবশেষে চুক্তিবদ্ধ হল রাজ্যের সঙ্গে। দু’ সপ্তাহ আগেই একটি বেসরকারি ব্যাঙ্ক চুক্তিবদ্ধ হয় রাজ্যের সঙ্গে। গত সপ্তাহের শেষের দিকে আরও একটি বেসরকারি ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় রাজ্যের সঙ্গে।
মূলত পড়ুয়াদের আবেদন সব থেকে বেশি ওই দুটি বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমেই এসেছে বলে সূত্রের খবর। দুটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হওয়ার পরপরই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার গতি অনেকটাই বেড়ে গেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ১০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া হয়েছে। যার অর্থের পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা।
উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, পুজোর আগে আরও দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্যের সঙ্গে। সেক্ষেত্রে পুজোর আগেই আরও দু’হাজার পড়ুয়ার লোন মঞ্জুর হতে চলেছে। অর্থাৎ পুজোর আগেই মোট ৩০০০ পড়ুয়ার লোন মঞ্জুর হয়ে যাবে তেমনটাই আশা করছে উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকরা। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর স্টুডেন্ট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার জন্য ইতিমধ্যেই আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ১ লক্ষেরও বেশি।
৫০ শতাংশ আবেদনপত্রই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে লোন পাওয়ার জন্য আবেদন কারীরা আবেদন করেছেন। যদিও পুজোর পরে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি হয়ে যাবে বলে আশা করছে রাজ্য অর্থ দফতরের আধিকারিকরা।